Home » ভোলা » ভোলা সদর » ভোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
৬ December ২০২৪ Friday ৮:০৫:৪৬ PM
ভোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ভোলা প্রতিনিধি:
ভোলায় সড়ক দুর্ঘটনায় মো. ইমন (১৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পরাণগঞ্জ বাজার চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মীরবাড়ী ব্রিজ সংলগ্ন প্রবাসী মো. রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয়রা জানান, ইমন মোটরসাইকেল চালিয়ে ভেদুরিয়া রোড থেকে পরাণগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। পথে পরাণগঞ্জ বাজার চত্বরে এলে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এ সময় ইমন সড়কে ছিটকে পড়লে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহকারী (হেলপার) ট্রাকটি ফেলেই পালিয়ে যান।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, ইমনের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ রয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রেখেছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
এক যুগ ধরে বন্ধ বরিশাল পাবলিক লাইব্রেরি
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু
নেতাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি করা: আউয়াল মিন্টু
ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: সেলিমা রহমান