Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট, রোগীদের ভোগান্তি।
৮ December ২০২৪ Sunday ৩:৫০:৫৮ PM
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট, রোগীদের ভোগান্তি।
নলছিটি (ঝালকাঠী) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট, রোগীদের চরম ভোগান্তি। নলছিটি উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ২ লক্ষ ১৫ হাজার জনগণের প্রধান ভরসা নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার ও পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম থাকলেও শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ফলে সিজার সহ অন্যান্য অপারেশনের জন্য রোগীদের ছুটতে হয় বিভিন্ন ক্লিনিকে। দূর দূরান্ত থেকে আসা রোগীরা পড়ছে চরম ভোগান্তিতে। এছাড়া এই স্বাস্থ্য কমপ্লেক্সে খাবারে মান নিয়ে উঠেছে নানা প্রশ্ন, এখানে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে রান্নাবান্নার কাজ। এই শীতের মৌসুমে ঠান্ডা জনিত রোগে ভুগছে বয়স্ক ও শিশুরা, এই অবস্থায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাতে গেলে পাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা ডাক্তার না দেখিয়ে বাড়ি ফিরতে হয় তাদের। সালেহা বেগম নামের বয়স্ক একজন রোগী বলেন, ভর্তি রুগিরা পড়ছে চরম বিপদে, একজন ডাক্তার দিয়ে চলছে মেডিকেল। সারাদিনে মাত্র একবার আসে চেকআপের জন্য। এই অবস্থায়, রোগীরা বাধ্য হয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়ে চরা মূল্য দিতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ডাক্তার সংকট তার কারণে চিকিৎসা সেবা দিতে একটু সমস্যা হচ্ছে। ৩২ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছে মাত্র ১জন। এই সমস্যার দ্রুত সমাধান হবে বলে আমি বিশ্বাস করি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
এক যুগ ধরে বন্ধ বরিশাল পাবলিক লাইব্রেরি
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু
নেতাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি করা: আউয়াল মিন্টু
ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: সেলিমা রহমান