Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
১০ December ২০২৪ Tuesday ৪:৩৩:২৯ PM
গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চার লাখ ২০ হাজার টাকা মূল্যের মাদকের চালান জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর গ্রামের মুত খালেক মোল্লার ছেলে দুলাল মোল্লা (৪৫) ও বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের মৃত কালু বেপারীর ছেলে বেল্লাল হোসেন (৪২)।
বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান, সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মাদক কারবারি দুলাল মোল্লাকে একটি লাল রংয়ের লাগেজে ৭টি পোটলায় ২ কেজি করে মোট ১৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে রাতেই বাবুগঞ্জ থেকে মাদক ব্যবসায়ী বেল্লাল হোসেনকে আটক করা হয়।
এ ঘটনায় ১০ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের সোপর্দ করা হয়।
পাশাপাশি উদ্ধারকৃত মাদকদ্রব্যের উৎস, গন্তব্য, অর্থ যোগানদাতা, মদদদাতাদের তথ্য সংগ্রহ করার লক্ষ্যে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা থাকায় আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
এক যুগ ধরে বন্ধ বরিশাল পাবলিক লাইব্রেরি
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু
নেতাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি করা: আউয়াল মিন্টু
ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: সেলিমা রহমান