Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে প্রান্তিক নারীদের মেলা
১০ December ২০২৪ Tuesday ৫:৪১:০৫ PM
কলাপাড়ায় সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে প্রান্তিক নারীদের মেলা
সৈয়দ রাসেল, কলাপাড়া।।সরকারী ও বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবাসমূহ প্রান্তিক নারীদের দোড় গোড়ায় পৌছে দিতে পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জনসংযোগ মেলা। মঙ্গলবার দুপুর ১২ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা আভাসের সহায়তায় উপজেলা প্রশাসন চত্ত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলা শুরুতে আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। এসময় একশন এইড বাংলাদেশের ওম্যান রাইটস ম্যানেজার মরিয়ম নেছার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার , ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারি পরিচালক আসাদুজ্জামান খান, ওম্যান রাইটস এন্ড ইমপাওয়ামেন্ট ইকোনোমিক, একশন এইড বাংলাদেশে, ডেপুটি ম্যানেজার, মারুফ হোসেন লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল,কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির। মেলায় বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের ৯ টি স্টল বসানো হয়। প্রায় ৫ শতাধিক নারী অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের প্রধান অতিথির বক্তব্যে বলেন, মেলার মাধ্যমে সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবার মান আরও বাড়বে এবং প্রান্তিক নারীদের সঙ্গে আরও বেশি সংযোগ স্থাপন হবে। ভবিষ্যতে নারীরা খুব সহজে সেবা গ্রহন করতে পারবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
এক যুগ ধরে বন্ধ বরিশাল পাবলিক লাইব্রেরি
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু
নেতাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি করা: আউয়াল মিন্টু
ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: সেলিমা রহমান