Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু,ক্রীড়াকে সামনের দিকে এগিয়ে না নিলে এদেশ ধ্বংস হয়ে যাবে- অধ্যক্ষ আলমগীর হোসেন
১০ December ২০২৪ Tuesday ৮:৪৮:৩৬ PM
কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু,ক্রীড়াকে সামনের দিকে এগিয়ে না নিলে এদেশ ধ্বংস হয়ে যাবে- অধ্যক্ষ আলমগীর হোসেন
রবিউল হাসান রবিন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন,ক্রীড়াকে সামনের দিকে এপিয়ে না নিলে এদেশ ধ্বংস হয়ে যাবে এটি সকল মানুষের ধারনা,জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের একই কথা বলেছেন । এর করন বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে। এত সুন্দর টুর্নামেন্টের আয়োজন করায় কাউখালী প্রগতী স্পোটিং ক্লাবকে ধন্যবাদ জানাই।তিনি মঙ্গলবার বিকালে কাউখালী উপজেলার সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির আহ্বায়ক এস.এম আহসান কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ,এম দ্বীন মোহাম্মদ,প্রগতি ক্লাবের উপদেষ্টা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক শাফিউল আযম দুলাল,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান নিকসন প্রমূখ।কাউখালী প্রগতি স্পোটিং ক্লাব আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় লাঙ্গুলী সাহাপুরা সমাজকল্যান ক্লাব ২-১ গোলে আমরা কমল একাদশকে পরাজিত করেএই ডে নাইট এই ফুটবল টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে।দল গুলো হচ্ছে-আমরা কমল একাদশ,সাহাপুরা –লাঙ্গুলী সমাজ কল্যান ক্লাব, কলেজপাড়া জুনিয়র, উত্তর বাজার যুব সংঘ, আসপদ্দি কিংস,এ,সি,কে কেউন্দিয়া, শওকত আলী স্পোটিং ক্লাব,ফেন্ডস এন্ড ব্রাদার্স,কিশোর টাইগার,নব জাগরন স্পোটিং ক্লাব,বাশুরি একাদশ, দক্ষিন বাজার স্পোটিং ক্লাব, কাঠালিয়া ইউনাইটেড, মনিংসান, বাশুরি সেভেন স্টার, রেনেসা ক্লাব,সোনাকুর সমাজ কল্যান ক্লাব,স্টার স্পোর্টস, সুপার ডেভিলস, রিভার সাইট, ফ্লেম বয়েস, কলেজ পাড়া একাদশ, ব্যাচ ২১, দাশেরকাঠী সমাজকল্যান ক্লাব।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
এক যুগ ধরে বন্ধ বরিশাল পাবলিক লাইব্রেরি
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু
নেতাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি করা: আউয়াল মিন্টু
ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: সেলিমা রহমান