Current Bangladesh Time
Tuesday July ১৫, ২০২৫ ৩:২৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » ডিস ব্যবসার বিরোধে দুইজনকে কু*পি*য়ে জখম
১২ December ২০২৪ Thursday ৯:১২:৪৬ PM
Print this E-mail this

ডিস ব্যবসার বিরোধে দুইজনকে কু*পি*য়ে জখম


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীতে ডিস সংযোগের টাকা উঠানোকে কেন্দ্র করে রিয়াজ উদ্দিন হাওলাদার (৪৪) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ২ টায় নগরের করিম কুটিরসংলগ্ন মানু মিয়া লেনে এ ঘটনা ঘটে। আহত রিয়াজকে উদ্ধার করে স্থানীয়রা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেছে।

আহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের করিম কুটির এলাকার মানু মিয়া লেনের বাসিন্দা মৃত সৈয়দ খালেকুর রহমান চুন্নু মিয়ার ছেলে সৈয়দ মাইনুল হক খিজির তার মালিকানাধীন ওয়েস্টার্ন স্যাটেলাইট ক্যাবল নেটওয়ার্ক ডিস সংযোগের ব্যবসা একই এলাকার মো. আবদুল মজিদের ছেলে মো. আল-আমিনকে অংশিদার করে নেন।

পরবর্তীতে ডিস সংযোগ দিয়ে নিয়মিত বিলও উত্তোলন করে আসছিলেন আল-আমিন। কিন্তু বৃহস্পতিবার বেলা ১১ টায় আল-আমিন জানতে পারেন টাকা আদায়ের রশিদ ওই এলাকার মৃত হারুন অর রশিদ’র দুই ছেলে রিয়াজুল কবির রেজিন এবং রকিবুল হাসান রনি নিয়ে গেছে।

পাশাপাশি এখন থেকে গ্রাহকদের টাকা তাদের কাছে দিতে হবে বলে জানিয়ে আসেন। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে ডিস ব্যবসায়ী আল-আমিনের বড় ভাই রিয়াজ উদ্দিন হাওলাদার রেজিন এবং রনির কাছে জানতে চাইলে উভয়পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।

ওই সময় রেজিন এবং রনি তাদের সাথে থাকা দা দিয়ে রিয়াজের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন রিয়াজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার সন্ধ্যায় একাধিকবার রেজিন এবং রনির মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। হামলার শিকার রিয়াজের ছোট ভাইয়ের স্ত্রী ফাহিমা বেগম বরিশালটাইমসকে বলেন, তাদের বৈধ ডিস ব্যাবসা দখল করার জন্য আমার ভাসুরকে কুপিয়ে জখম করা হয়েছে। রেজিন এবং রনি বিগত আওয়ামী নেতা শেখ সাইদ আহমেদ মান্নার ঘনিষ্ঠজন।

এ বিষয় কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বরিশালটাইমসকে জানান বিষয়টি শুনেছি তবে কেউ এখনো অভিযোগ করেনি যদি এ বিষয় কেউ অভিযোগ করে থাকে তা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরগুনা জেলা নির্বাচন অফিস আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র
বরিশালের ৬ আসনে প্রার্থী ঘোষণা করলো ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঝালকাঠিতে এনসিপির পদযাত্রায় বৈষম্যবিরোধী ব্যানারে বাধা দেয়ার অভিযোগ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল
সোহাগ হত্যার দায় তারেক জিয়াকে নিতে হবে-ফয়জুল করিম
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com