বরিশালে বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে সকাল ৯টা থেকে রাজনৈতিক সামাজিক সংগঠন এবং প্রশাসনের পক্ষ থেকে নগরীর ত্রিশ গোডাউনের বন্ধ ভূমিতে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনের শহীদ স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল দশটায় জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ কমিশনার সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা বদ্ধভূমির স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে। এর আগে সকাল নয় টায় মহানগর বিএনপির নেতা কর্মীরা মৌন মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের শহীদ স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় বিএনপির নেতারা বলেন, পাকিস্তানী হানাদার সেনাবাহিনী আমাদের দেশকে মেধা শূণ্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আমরা এই দিবসের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
এক যুগ ধরে বন্ধ বরিশাল পাবলিক লাইব্রেরি
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু
নেতাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি করা: আউয়াল মিন্টু
ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: সেলিমা রহমান