Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
১৪ December ২০২৪ Saturday ৫:০৯:০৭ PM
বাবুগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া কামনার মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম, এয়ারর্পোট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির শিকদার ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, খানপুরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ জ ম শামসুল আলম, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান হিমু প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষে থেকে শহীদ বুদ্ধিজীবী পরিবারদেরকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন খানপুরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ জ ম শামসুল আলম। সভাপতির বক্তব্যে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন আমরা শহীদ বুদ্ধিজীবীদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শাসন ও শোষণ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। তাই স্বাধীন বাংলাদেশের মাটিতে কোন অন্যায় অবিচার দেখলে তা প্রতিরোধ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
এক যুগ ধরে বন্ধ বরিশাল পাবলিক লাইব্রেরি
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু
নেতাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি করা: আউয়াল মিন্টু
ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: সেলিমা রহমান