বরিশাল শহীদ মিনার কেন্দ্রিক দুই চেতনা মুখোমূখি, জারী হতে পারে ১৪৪ ধারা
আলম রায়হান,বিশেষ প্রতিনিধি:
শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিপরিত চেতনা ধারক দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। এরমধ্যে ১৫ ও ১৬ ডিসেম্বরের কর্মসূচি নিয়ে সমঝোতা না হলে শহীদমিনার চত্বরে ১৪৪ ধারা জারি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি বরিশাল বিভাগ ও জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ে পৌছেছে বলে সূত্রে জানাগেছে।
জানাগেছে, শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে শহীদমিনারে বরিশাল সাংস্কৃতিক সংগঠন জোট ১৬ ও ১৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ বিষয়ে ১১ ডিসেম্বর বরিশাল মহানগর পুলিশ এবং জেলা প্রশাসন বরাবরে পত্র দেয়া হয়। এদিকে বাংলাদেশী সাংস্কৃতিক জোটের ব্যানারে কয়েকটি সংগঠন ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিকেল ৪টা থেকে রাত ৯:৩০ পর্যন্ত কর্মসূচি গ্রহন করেছে। এর মধ্যে বিএনপির অঙ্গ সংগঠন বরিশাল জাসাসসহ ২৫টি সংসঠন ও সংস্থা রয়েছে বলে জানাগেছে। প্রসঙ্গত, প্রায় ৪০ বছরের প্রাচীন বরিশাল সাংস্কৃতিক সংগঠন জোট-এর আওতায় রয়েছে ৫০টি সংগঠন। এরমধ্যে ৩৬টি সার্বক্ষনিক এবং ১৪টি সহযোগী বলে জনানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
এক যুগ ধরে বন্ধ বরিশাল পাবলিক লাইব্রেরি
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু
নেতাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি করা: আউয়াল মিন্টু
ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: সেলিমা রহমান