শেখ মুজিবের পরিবার চোরের পরিবার- বিএনপি নেতা জামাল
ঝালকাঠি প্রতিনিধি :
বিএনপি”র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, শেখ মুজিবুর রহমানের পরিবার একটা চোরের পরিবার।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়সহ শেখ পরিবারের সকল সদস্য বিগত ১৭ বছর দেশে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। শেখ হাসিনা ও শেখ রেহেনার প্রত্যক্ষ মদদে ব্যাংকগুলোকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ পরিবার ও আওয়ামী লীগ নেতারা। বৃটেনের পার্লামেন্ট থেকে শেখ পরিবারের সদস্য টিউলিপ সিদ্দিকি দুর্নীতির দায়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে।
বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত, ৩১ দফা বাস্তবায়ন ও বর্তমানে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে কাঠালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা ব্যারিস্টার গোলাম জাকারিয়া, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মোঃ নাসিম উদ্দিন আকন, জেলা বিএনপির সদস্য ও পিপি এ্যাড. মাহেব হোসেন, রাজাপুর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম মিরবহর।
যুবদলের সদস্য সচিব মোহাম্মদ জয়নাল আবেদীনের সঞ্চালনায় কর্মী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বিএনপি নেতা অধ্যাপক খাইরুল ইসলাম খোকন, সাবেক যুবদল নেতা হাসিব ভট্টোসহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মুফতি ফয়জুলকে মেয়র চেয়ে মামলা, সিদ্ধান্ত পেছাল আদালতের
নির্মাণের এক বছর পরও চালু হয়নি বরিশালের শিশু হাসপাতাল
বরিশালে টাকার বিনিময় অভিযোগ নিষ্পত্তি করে দিলেন এসআই সাইফুল!
বিসিসি’র মেয়র হতে মামলা করলেন জাপা’র তাপস
আগৈলঝাড়ায় র্যাবের উপর হামলা ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত