![]() চুরির অপবাদে দুই যুবককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
১৬ March ২০২৫ Sunday ৫:৫৯:০২ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশাল চুরির অপবাদে দুই যুবককে বেধে পিটিয়েছে কতিপয় ব্যক্তি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (১৬ মার্চ) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। এক মিনিট চৌদ্দ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, পৃথকভাবে দুইজনকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। যাদের একজন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তাকে এক ব্যক্তি শক্ত তার দিয়ে পেটাচ্ছে। জানা গেছে, রহমতপুর ব্রিজ এলাকায় রডের দোকান সেবা ইঞ্জিনিয়ারিং থেকে লোহার পাত চুরি করে ভাঙারির দোকানে বিক্রি করে দেয়ার অভিযোগে স্থানীয় চাঁন মুন্সির ছেলে মিঠুন (২০) ও বাবুল বেপারীর ছেলে লিংকনকে (২৩) আটক করে মালিক। পরে তাদের রশি দিয়ে বেঁধে দোকানের প্রোপাইটর মো. হাসান পিটায়। খবর পেয়ে ওই দুই যুবকের স্বজনরা এসে তাদের ছাড়িয়ে নিয়ে যায়। এ বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির সিকদার মোবাইল ফোনে জানান, ঘটনাটি তিনিও সামাজিক মাধ্যমে দেখেছেন। তবে কেউ কোনো মৌখিক বা লিখিত অভিযোগ দেয়নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

