![]() আমতলীতে ছাত্রদল সম্পাদকের বিরুদ্ধে ছাত্রলীগ নেত্রীকে ধ*র্ষ*ণ চেষ্টা মামলা
২১ March ২০২৫ Friday ৪:৩৬:১৪ PM
আমতলী (বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার আমতলী উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ইমরান খাঁনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগ উপ-ছাত্র বিষয়ক সম্পাদক ফাতিমাতুজ জোহরা মৈতি ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। গত সোমবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে এ মামলা দায়ের করেন। এ হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমতলী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ নাগরিক অংশ নেয়। জানা গেছে, নিষিদ্ধ সংগঠন আমতলী উপজেলা ছাত্রলীগ উপ-ছাত্র বিষয়ক সম্পাদক ফাতিমাতুজ জোহরা মৈতি গত ৫ ই আগষ্টের পরে বোল পাল্টিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের নেতা বনে যান। অভিযোগ রয়েছে মানুষকে হয়রানী করতে বিভিন্ন কৌশল গ্রহন করেন। গত সোমবার বরগুনা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে মৈতি উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ইমরান খানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক ওই মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহারের নির্দেশ দিয়েছেন। উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ছাত্রলীগ নেত্রীর ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করায় ফুসে উঠেছে উপছেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার ছাত্রলীগ নেত্রীর দায়ের করা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধনে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, বিএনপির অঙ্গ সংগঠন ও সাধারণ নাগরিক সহস্রাধীক নেতাকর্মী অংশ নেয়। উপজেলা ছাত্রদল সভাপতি সোয়েব ইসলাম হেলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম টারজান, পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহমেদ খান, যুবদল সদস্য সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদার, উপজেলা কৃষকদল সভাপতি জাহাঙ্গির আলম, পৌর ছাত্রদল আহবায়ক এনামুল হক সোহাগ, কলেজ ছাত্রদল সাবেক আহবায়ক রাজিব মৃধা, উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক শাহাবুল ইসলাম, কলেজ ছাত্রদল সভাপতি ইমন মিয়া ও ছাত্রী বিষয়ক সম্পাদক মহিমা বিশ্বাস প্রমুখ। মানববন্ধনে বক্তারা নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগ নেত্রী ফাতিমাতুজ জোহরা মৈতির দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তারা। নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগ উপ-ছাত্র বিষয়ক সম্পাদক ফাতিমাতুজ জোহরা মৈতি বলেন, আমি ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা করিনি। আমি মামলা করেছি ব্যক্তি ইমরান খানের বিরুদ্ধে। তিনি আমাকে ধর্ষণের হুমকি দিয়েছে। তিনি আরো বলেন, আগে ছাত্রলীগ করতাম। পদত্যাগ করেছি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||