![]() ঝালকাঠিতে সিগারেট না দেয়ায় যুবককে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি
২৩ March ২০২৫ Sunday ১:১৩:১৭ PM
ঝালকাঠি প্রতিনিধি: ![]() রমজানের পবিত্রতা রক্ষা করতে ঝালকাঠির নেছারাবাদে সিগারেট না দেয়ায় এক যুবককে কুপিয়ে রক্ত জখম করেছে মাদক সেবনকারী ও ব্যবসায়ী আরমান খান। শনিবার (২২ মার্চ) বেলা সাড়ে ১২ টায় বাসন্ডা গ্রামের ২ নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। আহ তোকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরমান খান বলেন, ঘটনার দিন শনিবার বেলা সাড়ে ১২ টায় আমি বাড়িতে ইফতার তৈরিতে ব্যস্ত থাকি। এ সময় স্থানীয় চিহ্নিত মাদক সম্রাট হাবিব মোল্লা আমার কাছে সিগারেট দাবি করে। পবিত্র রমজানের কারণে সিগারেট দিতে রাজি না হওয়ায় আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানের চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

