" />
AmaderBarisal.com Logo

বরিশাল কাশিপুরে বিএনপি নেতার নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হমালা-ভাংচুড়


আমাদেরবরিশাল.কম

৪ April ২০২৫ Friday ২:১৪:১৩ PM

নগর প্রতিনিধি:

বরিশাল জেলা (দক্ষিণ) কৃষকদলের আহবায়ক এইচএম মহসিন আলমের নেতৃত্বে দৈনিক নিউ নেশনের সাংবাদিক মাসুদ রানার বাড়ি-ঘরে হামলা ভাংচুড় ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর কাশিপুর মার্কাজ মসজিদের পাশের গলিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে সাংবাদিকের বাড়িতে হামলার খবরে সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান। কিছুক্ষণ পর সাংবাদিকদের সামনেই আবারো ২০/৩০টি মোটরসাইকেল নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি (বিএনপি নেতার জামাতা) ইফাত মোল্লার নেতৃত্বে সন্ত্রাসীরা মহড়া দেয়। এ সময় তারা নানান বাক্যে হুমকি ধামকি দিয়ে চলে যায়।
এরপর বরিশাল রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ এয়ারপোর্ট থানায় ছুটে গেলে ওসি জাকির শিকদার বলেন, আমি খবর পেয়ে সাথে সাথে ফোর্স পাঠিয়েছি। এখন অনেক রাত হয়ে গেছে। আমরা রাতে পুলিশ পাঠিয়ে নিরাপত্তার ব্যবস্থা করছি। আপনারা সকালে মামলা দায়ের করুন।
সাংবাদিক মাসুদ রানা জানান, গতকাল রাত নয়টার দিকে কৃষকদলের নেতা মহসিন ও তার জামাই নিষিদ্ধ ছাত্রলীগের ২৯ নং ওয়ার্ডের সভাপতি ইফাত মোল্লার নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। বিভিন্ন অজুহাতে তারা দীর্ঘদিন যাবত ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে বলে সাংবাদিক মাসুদ রানা জানান। হামলার সময় পুরুষ সদস্যরা বাসায় না থাকায় তারা প্রাণে বেঁচে যায় বলেও তিনি জানান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।