![]() শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিলেন নেছারউদ্দিন আহম্মেদ টিপু
৬ April ২০২৫ Sunday ৯:১৭:২০ PM
![]() সৈয়দ রাসেল, কলাপাড়া.পটুয়াখালীর কলাপাড়ায় মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহম্মেদ টিপু কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিয়েছেন। আজ রোববার ৬ এপ্রিল কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদের কাছে তিনি অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। অব্যাহতি পত্রে নেছারউদ্দিন আহম্মেদ টিপু উল্লেখ করেন, ইতিমধ্যে আমার শিক্ষকতা জীবনের ২২ বছর অতিবাহিত করেছি। এ দীর্ঘ সময়ে একজন শিক্ষক হিসেবে যথাসাধ্য শ্রম এবং মেধা দিয়ে কলেজের শিক্ষা বিস্তারে কাজ করেছি।শিক্ষার্থীদেরকেও সাধ্যমত শিক্ষাদান করেছি। কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজকে অন্তরে ধারণ করে পথ চলেছি। ![]() আমার ইচ্ছা ছিল কলেজটিতে কিছু ভালো এবং সৃজনশীল কাজের দৃষ্টান্ত স্থাপন করার। যার কারণে একটি কার্যকর ‘শিক্ষক পরিষদ’ গঠন করার উদ্যোগ নেই। আমার আগ্রহের সাথে কলেজের সকল সম্মানিত শিক্ষকদেরও সমর্থন ছিল। শেষ পর্যন্ত গত সেপ্টেম্বর মাসের এক শুভ সময় সকল শিক্ষকদের সর্বসম্মত সিদ্ধান্তে শিক্ষক পরিষদ গঠন করা হয় এবং আমাকে শিক্ষক পরিষদের ‘সাধারণ সম্পাদক’ হিসেবে নিযুক্ত করা হয়। তিনি আবেদনপত্রে আরও উল্লেখ করেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকের নতুন দায়িত্ব পেয়ে কিছু কাজও করেছি। আরও কিছু কাজে হাতও দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় এ পর্যায়ে এসে পারিপার্শ্বিক পরিস্থিতি, আমার পারিবারিক কারণ, স্বাস্থ্যগত সমস্যা এবং আরও কিছু ব্যক্তিগত অসুবিধায় শিক্ষক পরিষদের ‘সাধারণ সম্পাদক’ হিসেবে আর দায়িত্ব পালন করতে পারছিনা।সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহম্মেদ টিপু’র অব্যাহতি পত্র জমা দেয়ার বিষয়টি কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||