" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে ৯ জনের ৫ বছর করে কারাদণ্ড


আমাদেরবরিশাল.কম

৭ May ২০২৫ Wednesday ৮:২৪:৪৬ PM

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে ডাকাতি মামলায় নয়জনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় অব্যাহতি পেয়েছেন একজন। 

বুধবার (৭ মে) বিকেলে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— শাহাদাত হাওলাদার, মজুমীর, হালিম ফরাজী, মোজাম্মেল হাওলাদার, শামসু খন্দকার, হেলাল মীর, ফারুক হাওলাদার, ফারুক মীর ও মজিবুর রহমান। এর মধ্যে দুই ফারুক ও মজিবুর রহমান পলাতক থাকায় আদালতে অনুপস্থিত ছিলেন। 

সাজাপ্রাপ্তরা সবাই একই উপজেলার বংকুরা, প্রতাপপুর ও কুতুবকাঠী গ্রামের বাসিন্দা।  

আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তির নাম বিলকু। 

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৮ জানুয়ারি রাত আনুমানিক ১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের বংকুরা গ্রামে নুরুল ইসলামের বাড়িতে সংঘবদ্ধভাবে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ঘরের মালামাল, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য চাঁন মিয়া ব্যাপারী বাদী হয়ে পরদিন ঝালকাঠি থানায় আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ২৯ জানুয়ারি পুলিশ আরও দুজনকে অন্তর্ভুক্ত করে মোট ১০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। বিচারিক প্রক্রিয়ায় আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।