" />
AmaderBarisal.com Logo

কলাপাড়ায় কলেজ ছাত্রদলের ১১ সদস্যের কমিটির মধ্যে ছয়জনের পদত্যাগ


আমাদেরবরিশাল.কম

৮ May ২০২৫ Thursday ৫:১৯:৩৪ PM

কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের ১১ সদস্যের কমিটির সিনিয়র সহ-সভাপতিসহ ছয়জন পদত্যাগ করেছেন। উশৃংখল, মাদক সেবী অযোগ্য ব্যক্তিদের কমিটিতে রাখার অভিযোগে তারা পদত্যাগ করেন।

মঙ্গলবার (৬ মে) পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রানা কে সভাপতি ও সামবির হাওলাদারকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষনা করা হয়।

জানা যায়, কমিটি ঘোষণার পর সিনিয়র সহ- সভাপতি মো. রিফাত, ছাত্রী বিষয়ক সম্পাদক মোসাঃ সুমাইয়া বেগমসহ ছয়জন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমিটি প্রত্যাখ্যান করেন এবং পদত্যাগ ঘোষণা দেন।
৮ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় ধুলাসার বাজারে নবগঠিত কমিটির সিনিয়র সহ- সভাপতি মো. রিফাত এর নেতৃত্বে পদত্যাগ করা ছয়জনসহ ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

এসময় নবগঠিত কমিটির সিনিয়র সহ- সভাপতি
মো. রিফাত অভিযোগ করে বলেন, অযোগ্য মাদক সেবী বিশৃঙ্খলাকারী কে কমিটি দেয়া হয়েছে।
আমরা এমন কমিটি মানি না। তাই ছয়জন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি।’

কমিটির ছাত্রী বিষয় সম্পাদক সুমাইয়া বেগম
বলেন, ‘আমি ডিগ্রি প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী। আন্দোলন-সংগ্রামে সবসময় সক্রিয় ছিলাম। আমি নবগিত কমিটির সভাপতি যাকে দেয়া হয়ে তিনি
এই পদের যোগ্য না। আমি চাই এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে যোগ্য ব্যক্তিদের কমিটি দেয়া হোক। 

এ বিষয়ে অভিযুক্ত নবগঠিত কমিটির সভাপতি রানা বলেন, জেলা কমিটি আমাকে যোগ্য মনে মনে করছে বিধায় সভাপতি দিয়েছে। আমার প্রতিপক্ষরা কমিটি না পাওয়ার কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। 

তবে পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে মোবাইল ফোনটি রিসিভ করেনি তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।