Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জে অপারেশন ডেভিল হান্টে এক রাতে ৩ আ,লীগ নেতা গ্রেপ্তার
৯ May ২০২৫ Friday ১০:৩৪:০৯ PM
মির্জাগঞ্জে অপারেশন ডেভিল হান্টে এক রাতে ৩ আ,লীগ নেতা গ্রেপ্তার
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর মির্জাগঞ্জে অপারেশন ডেভিল হান্টের অভিযানে এক রাতে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মির্জাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজ্জাক হাওলাদার (৪৫), মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ তুহিন হাওলাদার (৩৫) এবং মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তানভীরুল ইসলাম নেছার (২৫)।
বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত ইউনিয়নের কয়েকটি স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
মাধবখালী ইউনিয়নের শিশুরহাট বাজারে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী প্রচারণায় বাঁধা ও মারধরের ঘটনায় গত বছরের ২১ সেপ্টেম্বরে দায়েরকৃত একটি মামলায় মোঃ আমিনুল ইসলাম রাজ্জাক হাওলাদার ও মোঃ তুহিন হাওলাদার কে এবং ২০২৩ সালে সাবেক এই মন্ত্রীর গাড়ি বহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তানভীরুল ইসলাম নেছারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)