" />
AmaderBarisal.com Logo

তালতলীতে পাউবোর জমি দখল করে মাছের ঘের


আমাদেরবরিশাল.কম

১১ May ২০২৫ Sunday ২:৩৩:৫৮ PM

তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে এক ব্যক্তি বিরুদ্ধে মাছের ঘের করার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন কাজ বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করে রাতের আঁধারে মাটি কাটা হচ্ছে। নলবুনিয়ার শুভসন্ধ্যা সৈকত এলাকায় এই জমি দখল করা হয়।

জানা গেছে, ১৯৬৫ সালে বরগুনা পানি উন্নয়ন বোর্ড সোলাইমান সিকদার ও শাহজাহান শেখের কাছ থেকে ৬ একর জমি অধিগ্রহণ করে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের পর ওই জমির অন্তত ৪ একর থেকে যায়। এদিকে সোলাইমান সিকদার ওই বাঁধের পাশের অবশিষ্ট ২০ একর জমি তাঁর ছেলে হানিফ সিকদারের কাছ থেকে ঘের তৈরির জন্য ইজারা নেন স্থানীয় বাসিন্দা নাসির আকন। চুক্তি অনুসারে তিনি গত মঙ্গলবার ওই জমিতে মাটি কাটা শুরু করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নাসির আকন পানি উন্নয়ন বোর্ডের জমি ঘেরের মধ্যে রেখে ঘের তৈরির কাজ করছেন। স্থানীয়রা এতে বাধা দেন। পরে স্থানীয়রা তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের কথা জানান। খবর পেয়ে ইউএনও ঘের তৈরির কাজ বন্ধের নির্দেশ দেন। কিন্তু নির্দেশ অমান্য করে নাসির আকন রাতের আঁধারে মাটি কাটার কাজ অব্যাহত রাখেন।

শাহজাহান শেখ অভিযোগ করে বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আমার ও সোলাইমান সিকদারের কাছ থেকে ৬ একর জমি অধিগ্রহণ করে। সোলাইমান সিকদারের রেকর্ড সম্পত্তির সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে নাসির আকন ঘের তৈরি করছেন। স্থানীয় বাসিন্দারা এতে বাধা দিয়েছিলেন; কিন্তু তিনি তা মানেননি।

সোলাইমান সিকদারের ছেলে হানিফ সিকদার বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড আমার বাবার কাছ থেকে ৩ একর ৭২ শতাংশ জমি অধিগ্রহণ করে। ওই জমি ছাড়াও আমাদের ওই স্থানে ২০ একর জমি রয়েছে। ওই জমি আমি নাসির আকনের কাছে ৫ বছর চুক্তিতে মাছের ঘের তৈরি করতে দিয়েছি।

তবে পানি উন্নয়ন বোর্ডের ৫-৭ ফুট জমি ঘেরের মধ্যে থাকতেও পারে।’ হানিফ সিকদার আরও বলেন, ‘আগামী সোমবার ইউএনও আমাকে কাগজপত্র নিয়ে তাঁর কার্যালয়ে যেতে বলেছেন। কাগজপত্র দেখে তিনি সিদ্ধান্ত জানাবেন।’

অভিযোগের বিষয়ে নাসির আকন বলেন, ‘আমি পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ঘের তৈরি করছি না। সোলাইমান সিকদারের জমি তাঁর ছেলে হানিফ সিকদারের কাছ থেকে মাছের ঘের করার জন্য ৫ বছরের চুক্তিতে নিয়েছি। ওই জমিতেই আমি ঘের তৈরির কাজ করছি।’ পানি উন্নয়ন বোর্ড বরগুনার উপসহকারী প্রকৌশলী হিমেল মিয়া বলেন, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছিল। কেউ পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করলে, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালতলীর ইউএনও উম্মে সালমা বলেন, ‘পাউবোর জমি দখল করে ঘের তৈরির অভিযোগ পেয়ে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জমির মালিককে আগামী সোমবার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমার কার্যালয়ে আসতে বলা হয়েছে। কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।