Home » কলাপাড়া » পটুয়াখালী » অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গ্রেফতার
১২ May ২০২৫ Monday ১২:২০:৪৯ AM
অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গ্রেফতার
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:
অপারেশন ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে পটুয়াখালীর কুয়াকাটা পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ মে) বিকেলে তাঁকে কুয়াকাটা পৌর ভবনের সামনে থেকে তাঁকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ কুয়াকাটা পৌর আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।একাধারে তিনি পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক সর্বশেষ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বপালন করে।জুলাই আন্দোলনে ছাত্রদের আন্দোলনে বাধাগ্রস্ত এবং স্থানীয় নিরীহ বিএনপি ও জামায়াতের অনেক মানুষকে হয়রানী ও মিথ্যা মামলা দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং বর্তমানে চলমান ডেভিল হান্টের অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইননুসারে ব্যবস্থা নেয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)