" />
AmaderBarisal.com Logo

সড়ক দুর্ঘটনায় থমকে গেল জীবনের গতি, সবার সাহায্যে বাঁচতে চায় আগৈলঝাড়ার নাসিমা বেগম


আমাদেরবরিশাল.কম

১৩ May ২০২৫ Tuesday ১২:৫৫:২০ PM

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।।

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ৫নং রত্নপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বারহাজার বরিয়ালি গ্ৰামের নিবাসী আক্তার তালুকদার এর স্ত্রী নাসিমা (৪০)। তার মাথা, পা ও মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। এ অবস্থায় জীবন নিয়ে দুঃস্বপ্নে দিন কাটছে নাসিমা। স্বজনরা বলছেন, সবার সাহায্য পেলে তিনি আবারও ফিরতে পারেন স্বাভাবিক জীবনে।

উন্নত চিকিৎসার মাধ্যমে নাসিমা আবার নিয়মিত জীবনধারায় ফিরতে পারবেন।

গত ২০শে জানুয়ারি নিজ বাড়ী থেকে বড় মেয়ে জামাই এর বাড়ী বেড়াতে রওয়ানা হলে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।

সারা শরীরে আঘাতপ্রাপ্ত নাসিমা বেগম কে ভর্তি করা হয়েছিলো একটি ঢাকা পঙ্গু হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার পায়ের কয়েকটি হাড় ভেঙে গেছে। ।

তার বড় মেয়ে জানান, তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা প্রয়োজন। এ পরিমাণ অর্থের সংগ্রহ করা কোনো দরিদ্র পরিবারের জন্যই প্রায় অসম্ভব। আমার পরিবারের জন্যও তাই।

নাসিমা বেগম এর বড় মেয়ে জানান, চিকিৎসার জন্য সরকারী ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তার পরিবার।

যেকোনো তথ্যের জন্য

মোবাইল নাম্বার:: 01792641645, 01968639445

বারোহাজার, তালুকদার বাড়ি, আগৈলঝাড়া।অনুরোধ করেছেন তিনি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।