![]() কলাপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে করে মাছ নিধন, লক্ষাধিক টাকার ক্ষতি
১৭ May ২০২৫ Saturday ৭:২৭:২০ PM
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় শামিম খলিফার বাড়ির পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করলে সব ধরনের মাছ মারা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। প্রতিবেশী আল-আমিন মল্লিক জানান, ফজরের সময় তার মা মিনারা বেগম অজু করতে গিয়ে পুকুরে মাছ ভেসে থাকতে দেখেন। পরে বিষয়টি বাড়ির লোকজনকে জানানো হয়। স্থানীয়রা এসে মাছগুলো তুলে কিছু বাজারে বিক্রির জন্য পাঠান। এরপর অনেকেই পানির নিচে তলিয়ে থাকা মাছ সংগ্রহ করতে দেখা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শারমিন বেগম বলেন, ‘পরিকল্পিতভাবে আমাদের এত বড় ক্ষতি করা হয়েছে। কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না, তারপরও কেন এমন ঘটনা ঘটলো বুঝে উঠতে পারছি না। আমরা এর সঠিক বিচার চাই।’ এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড সামাজিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ। তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা বারবার ঘটতে থাকবে। এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||