" />
AmaderBarisal.com Logo

কাল থেকে হোয়াটসঅ্যাপ চলবে না যেসব ফোনে


আমাদেরবরিশাল.কম

৩১ May ২০২৫ Saturday ১০:২৯:৩৭ PM

অনলাইন নিউজ ডেস্ক:

গ্রাহকের তথ্যের নিরাপত্তার স্বার্থে ফের বড় সিদ্ধান্ত নিল হোয়াটসঅ্যাপ। আগামিকাল অর্থাৎ ১লা জুন থেকে বেশ কিছু অ্যান্ড্রয়েড ও আইফোন মডেলে আর কাজ করবে না এই মেসেজিং অ্যাপ। আপনার হ্যান্ডসেটটি এই তালিকায় আছে কি না, দেখে নিন—

মেটা জানিয়েছিল, মে মাস থেকেই হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে। কিন্তু তার দিনক্ষণ পরিবর্তবন করে জুন থেকে বন্ধ হতে চলেছে এই পরিষেবা।

iOS 15 এবং তার আগের ভার্সনের ফোন ও অ্যান্ড্রয়েড ৫.০ এবং তার আগের ভার্সনের ফোনগুলোতে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

কোন কোন মডেলে কাজ করবে না এই অ্যাপ

আইফোন ৫এ

আইফোন ৬

আইফোন ৬ প্লাস

আইফোন ৬ এস

আইফোন ৬ এস প্লাস

আইফোন এসই (ফার্স্ট জেন)

স্যামসাং গ্যালাক্সি এস৪

স্যামসাং গ্যালাক্সি নোট ৩

সোনি Zperia Z1

এলজি জি২

হাওয়াই এসেন্ড পি৬

মোটো জি (ফার্স্ট জেন)

মোটোরোলা Razr HD

মোটো ই ২০১৪

তবে এই সব হ্যান্ডসেট পরিবর্তনের আগে অবশ্যই দেখে নিন ফোনটি আপ টু ডেট আছে কি না। যদি দেখেন এখনো সফটওয়্যার আপডেটের অপশন রয়েছে, তাহলে iOS 15.1 ও তার পরবর্তী ভার্সন এবং অ্যান্ড্রয়েড ৫.১ ও তার পরবর্তী ভার্সনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে অনায়াসে। মূলত সফটওয়্য়ার আপডেটের সঙ্গে আপডেট হয় হোয়াটসঅ্যাপও।

যাতে এই অ্যাপে আপনার যাবতীয় তথ্য সুরক্ষিত থাকে। তাই আপডেট বন্ধ হলে বন্ধ হবে পরিষেবাও।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।