![]() ভিজিএফের কার্ড বিতরণ নিয়ে দ্বন্দ্ব, ছাত্রদল নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী নেতার জিডি
৪ June ২০২৫ Wednesday ১:০৬:৫৬ AM
নগর প্রতিনিধি: ![]() বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার যুগ্ম সদস্যসচিব কাজী মো. আবু যাঈদ। বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন শেখের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে তিনি বরিশাল নগরের বিমানবন্দর থানায় এই জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার। জিডিতে যাঈদ উল্লেখ করেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে (যাঈদ) কোরবানির ঈদ উপলক্ষে ভিজিএফের ৫০টি কার্ড বিতরণের দায়িত্ব দিয়েছেন। এই কার্ড বিতরণে অনিয়ম হয়েছে, এমন দাবি তুলে ছাত্রদল নেতা আল-আমিন ৩০টি কার্ড দাবি করেন। দাবি পূরণ না করায় মঙ্গলবার দুপুরে কাশিপুর ইউনিয়ন পরিষদের সামনে তাঁকে মারধর ও হুমকি দেওয়া হয়। পরে অভিযুক্ত ছাত্রদল নেতার নেতৃত্বে তাঁর বাসার সামনেও মহড়া দেওয়া হয়। এ বিষয়ে ছাত্রদল নেতা আল-আমিন শেখ বলেন, ‘যাঈদের বাবা কাশিপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচন করবেন বলে শুনেছি। তাই তিনি অধিকাংশ কার্ড জুলাই অভ্যুত্থানে আহতদের না দিয়ে নিজের বাবার নির্বাচনী এলাকায় বিতরণের চেষ্টা করছেন। বিষয়টি জানতে পেরে আমি তাঁকে নয়টি ওয়ার্ডে সমানভাবে কার্ড বিতরণের অনুরোধ করি।’ মারধর বা হুমকির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। বরং যাঈদ আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন।’ এ বিষয়ে যাঈদ বলেন, ‘কার্ড বিতরণে অনিয়মসহ সব অভিযোগ ভিত্তিহীন। কারণ, এখন পর্যন্ত এসব কার্ড বিতরণই করা হয়নি।’ ওসি জাকির হোসেন বলেন, ‘মারধরের অভিযোগে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||