![]() বাসে অতিরিক্ত ভাড়া আদায়, সেনাবাহিনীর অভিযানে ফেরত পেলেন যাত্রীরা
১৪ June ২০২৫ Saturday ২:৪২:৫৯ PM
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: ![]() নেছারাবাদে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও সময়মতো বাস না ছাড়ার অভিযোগে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সেনা ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়কারী বাস কাউন্টারগুলোকে যাত্রীদের টাকা ফেরত দিতে বাধ্য করা হয়। কেউ কেউ টিকিট কেটেও নির্ধারিত সময়ে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেনাবাহিনীর হস্তক্ষেপে তাঁরা টাকা ফেরত পান। ঢাকাগামী যাত্রী কাউসার মাহামুদ বলেন, ‘আমি স্টার ডিলাক্স বাস কাউন্টার থেকে ৮০০ টাকায় টিকিট কাটি। বিকেলে বাস ছাড়ার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত বাস আসে না। পরে সেনাবাহিনী এলে কাউন্টার মালিক পালিয়ে যান। এরপর আমরা টাকা ফেরত পাই।’ একই কাউন্টার থেকে টিকিট কাটা মো. হাসান বলেন, ‘পাঁচটায় গাড়ি ছাড়ার কথা থাকলেও বাস আসেনি। সেনাবাহিনীর হস্তক্ষেপে টাকা ফেরত পেয়েছি।’ আরেক যাত্রী উজ্জ্বল সাহা জানান, তিনি যমুনা লাইন থেকে ১ হাজার টাকায় ঢাকাগামী টিকিট কেনেন। পরে অতিরিক্ত ২০০ টাকা ফেরত পেয়েছেন। অভিযুক্ত বাস কাউন্টার মালিকেরা বলেন, ‘ঈদের সময় যাত্রী বেশি থাকায় গাড়ির মালিকদের চাপে ভাড়া কিছুটা বাড়ানো হয়। এ ছাড়া ঢাকায় গিয়ে খালি ফিরে আসতে হয়, তাই বাড়তি খরচ পুষিয়ে নিতে কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হয়।’ স্থানীয়রা বলেন, ‘ঈদ ও পূজার সময় নিয়মিতভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। প্রশাসনের নজরদারি না থাকায় যাত্রীরা জিম্মি হয়ে পড়ে। সেনাবাহিনীর এমন তৎপরতা থাকলে সাধারণ যাত্রীরা স্বস্তিতে চলাচল করতে পারবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||