![]() ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেব: ইরানের প্রেসিডেন্ট
১৪ June ২০২৫ Saturday ৪:৪৮:৪০ PM
আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ![]() জনগণকে শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধে বা গুজবে কান না দিয়ে সরকারের প্রতি সমর্থন ও আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার (১৩ জুন) সকালে ইসরাইলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় জনগণের প্রতি এ আহ্বান জানান। ইরানে ইসরায়েলি হামলার বিষয়ে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘ইরানি জাতি এবং দেশের কর্তৃপক্ষ এই অপরাধের মুখে চুপ করে থাকবে না এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বৈধ ও শক্তিশালী জবাব শত্রুকে তার বোকামিপূর্ণ কাজের জন্য অনুতপ্ত করবে। ইরানি জাতির মধ্যে এখন আগের চেয়েও বেশি ঐক্য ও সংহতির প্রয়োজন। আমরা আল্লাহর সাহায্যে দখলদার ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর, বিজ্ঞচিত এবং শক্তিশালী জবাব দেব। ’ জনগণকে উদ্দেশে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘গত রাতে (১২ জুন) আমরা তেহরান এবং দেশের অন্যান্য শহরগুলোর ওপর ইসরায়েলের নৃশংস আগ্রাসন প্রত্যক্ষ করেছি। যার ফলে বেশ কয়েকজন শিশু ও নারী, একদল নিরীহ নাগরিক, সামরিক কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী শহীদ হয়েছেন। সমস্ত আন্তর্জাতিক আইন পরিপন্থি এই জঘন্য কাজ অবৈধ ইসরাইলের সহিংসকামী আচরণের প্রমাণ, যারা দখল, ধর্ষণ এবং শিশুহত্যার মাধ্যমে প্রতিষ্ঠা করেছে। ’ ‘ইরান যে দীর্ঘ বহু বছর ধরে ইসরায়েলি আগ্রাসন ও অপরাধী কর্মকাণ্ডের কথা বলে আসছে গতরাতের আগ্রাসন ইরানের ওই দাবিরই প্রমাণ। অবশ্যই, ইরানি জাতি এবং দেশটির কর্মকর্তারা এই আগ্রাসনের বিপরীতে চুপ থাকবে না এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বৈধ ও শক্তিশালী জবাব শত্রুকে তার বোকামিপূর্ণ কাজের জন্য অনুতপ্ত করবে। ’ তিনি বলেন, ‘যেমনটি আমাদের মহান ইমাম বলেছেন, যখনই একজন কমান্ডারের শক্তিশালী হাত থেকে একটি পতাকা পড়ে যায়, তখনই অন্য একজন কমান্ডার তা তুলে নিয়ে মাঠে নেমে পড়ে। ইসলামী প্রজাতন্ত্র ইরান, যেমনটি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি শান্তির লক্ষ্যে দীর্ঘ আলোচনা চালিয়ে যাচ্ছে, তেমনি আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায়ও পদক্ষেপ নেবে। ’ ইরানিদের প্রতি ঐক্য, সংহতি ও সহানুভূতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধ তথা গুজবে এবং মিথ্যা সংবাদে কান দেবেন না এবং সরকারের পাশে থাকুন এবং তাদের ওপর আস্থা রাখুন, যাতে দেশটি যতটা সম্ভব শক্তিশালীভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পাবে। আমি জনগণকে আশ্বস্ত করছি যে, ইরান সরকার তার সমস্ত শক্তি দিয়ে প্রিয় জাতির কল্যাণে কাজ করে যাবে এবং জনজীবনের বর্তমান ধারায় কোনো ব্যাঘাত ঘটবে না। ’ মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘আল্লাহর সাহায্যে ও দৃঢ় চেতনাকে ধারণ করে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর, বিজ্ঞচিত এবং জোরালো জবাব দেওয়া হবে। সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা এবং নেতৃত্বে, ইরানের জনগণ এই কঠিন পরিস্থিতি থেকে গর্ব এবং মর্যাদার সঙ্গে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। ’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

