" />
AmaderBarisal.com Logo

২৩ কেজির সামুদ্রিক কোরাল বিক্রি হলো ২৪ হাজারে


আমাদেরবরিশাল.কম

১৫ June ২০২৫ Sunday ৩:৫৩:৫১ PM

কলাপাড়া (পটুয়াখাল) প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের বিশাল একটি সামুদ্রিক কোরাল মাছ।পরে মাছটি ২৪০০০ হাজার টাকায় বিক্রি করা হয়।

রোববার(১৫ জুন)সকালে কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস নামের মৎস্য আড়তে মাছটি বিক্রি করার জন্য নিয়ে আসেন মামুন জমাদ্দার নামের এক জেলে।

জানা গেছে ,পটুয়াখালীর মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর গ্রামের জেলে মামুন জমাদ্দার ১২ জুন রাতে সমুদ্রে জাল ফেলেন এবং ১৪ জুন রাতে জাল তুললে তিনি তার জালে এই বিশাল আকৃতির সামুদ্রিক কোরাল মাছটি পান।

পরে মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মাছ বাজারের নিয়ে আসলে নিলাম ডাকের মাধ্যমে ১০৫০ টাকা কেজি দরে ২৪ হাজার ১৫০ টাকায় মাছটি কিনে নেয় কুয়াকাটা মাছ বাজারের ব্যবসায়ী মোঃ মোস্তাফিজ।

জেলে মামুন জমাদ্দার বলেন ,এত বড় মাছ পাবো সেটা ভাবতে পারিনি।প্রায় ২ মাস মাছ ধরতে পারিনি কারণ মাছ ধরার নিষেধাজ্ঞা ছিলো।এই অবরোধের পর মাছটি পেয়ে ভালো দামে বিক্রি করতে পেরে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছি।আশা করছি সামনে আবারো এরকম বড় মাছের দেখা মিলবে।

মাছটির ক্রেতা কুয়াকাটা মাছ বাজারের ব্যবসায়ী মোঃ মোস্তাফিজ বলেন, আমাদের এলাকায় বড় বড় হোটেল গুলিতে সামুদ্রিক বড় কোরাল মাছের চাহিদা রয়েছে।আশা করছি মাছটি বিক্রি করে ভালো টাকা লাভ করতে পারবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন,৫৮ দিনের সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে মাছ শিকার করতে নেমেছে।খুব স্বাভাবিকভাবেই জেলেদের জালে বড় মাছ ধরা পড়বে।জেলেরা সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করেছে বিধায় সামনের দিনগুলোতে তাদের জালে ভালো সংখ্যক মাছ ধরা পড়বে।শুধু কোরাল নয়,ইলিশ সহ সামুদ্রিক অন্যান্য সব ধরনের মাছ জেলেদের জালে বিপুল পরিমাণে ধরা পড়বে বলে আমি আশাবাদী।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।