![]() বরগুনায় ডেঙ্গুতে ৩ বছরের শিশুর মৃত্যু
১৬ June ২০২৫ Monday ২:৫৩:৩৮ PM
বরগুনা প্রতিনিধি: ![]() বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সর্বশেষ রোববার (১৬ জুন) রাতে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে সাফওয়ান আবদুল্লাহ নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭। রোববার সকালে বরগুনা নার্সিং ইনস্টিটিউটে শিশু সাফওয়ান আবদুল্লাহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাসকিয়া সিদ্দিকা। হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বরে আক্রান্ত হওয়ার কয়েক দিন পর সাফওয়ানকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার বুকে ও পেটে পানি জমে যায় এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকেরা শিশুটিকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথেই শিশুটির মৃত্যু ঘটে। সাফওয়ানের বাড়ি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা মল্লিকবাড়ি এলাকায়। তার বাবা আবদুল্লাহ আল মামুন উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত, আর মা সাজিয়া আফরিন বরগুনা নার্সিং ইনস্টিটিউটের প্রশিক্ষক। এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আরএমও ডা. তাসকিয়া সিদ্দিকা বলেন, “শিশুটিকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুরুতে তার অবস্থা কিছুটা স্থিতিশীল থাকলেও পড়ে তা দ্রুত অবনতি ঘটে। তার চিকিৎসক ডা. মেহেদী হাসান রোববার রাতেই বরিশাল মেডিকেলে পাঠানোর পরামর্শ দেন। এরপর তাকে বরিশাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।” সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

