" />
AmaderBarisal.com Logo

আগৈলঝাড়ায় ভ্যান উল্টে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু


আমাদেরবরিশাল.কম

১৬ June ২০২৫ Monday ৯:০৪:২৪ PM

আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে মতিয়ার রহমান বিশ্বাস (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার পয়সারহাট পূর্বপাড় বেইলী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মতিয়ার রহমান বিশ্বাস বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের বাসিন্দা এবং সাতলা বাজারের একজন পাইকারি ব্যবসায়ী। তিনি ওই এলাকার মাজেদ বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পয়সারহাট বন্দর থেকে পাইকারি মালামাল কিনে ব্যাটারিচালিত ভ্যানে করে নিজ দোকানে ফিরছিলেন মতিয়ার রহমান। পথিমধ্যে পয়সারহাট পূর্বপাড় বেইলী ব্রিজে ওঠার সময় ভ্যানের একটি চাকা ভেঙে যায়। এতে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি এবং ভ্যানটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান বলেন, “বেইলী ব্রিজে ওঠার সময় ভ্যানের চাকা ভেঙে মতিয়ার রহমান ভ্যানের নিচে চাপা পড়েন। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এ ঘটনায় পয়সারহাট ও আশপাশের এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ব্রিজটির সংস্কার না হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।