" />
AmaderBarisal.com Logo

ভোলায় মেঘনার তীরে ভেসে এল অচেনা যুবকের লাশ


আমাদেরবরিশাল.কম

১৬ June ২০২৫ Monday ১০:২৪:২৭ PM

ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের পাশে নদীতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায় বলে জানান মনপুরা থানার ওসি মো. আহসান কবির।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটি জোয়ারের পানিতে ভেসে নদী তীরবর্তী জিও ব্যাগের সঙ্গে আটকে যায়। প্রথমে এলাকাবাসী দেখতে পেয়ে মৃতদেহটি উদ্ধার করে তীরে ওঠান।

মৃতদেহটি কোনও জেলের হতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।খবর পেয়ে পার্শ্ববর্তী বোরহানুদ্দিন উপজেলা থেকে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আহসান কবির বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নৌ-পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।