![]() ডিম বাছাইকে কেন্দ্র করে দোকানিকে ছুরিকাঘাত
২ July ২০২৫ Wednesday ৪:৩৯:১৮ PM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলা পৌরসভার কাঁচাবাজারের কিচেন মার্কেটের সামনে ডিম বাছাইকে কেন্দ্র করে দোকানিকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) ভোলা সদর মডেল থানার ওসি হাছনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার তিনজন হলেন- ইয়ামিন (৪০), ফারুক (৩৫) ও নাছির (৩৭)। জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে পৌর কাঁচাবাজারে ডিম বিক্রেতা ও ক্রেতার মধ্যে ডিম ছোট-বড় বাছাই করা নিয়ে কথাকাটাকাটি হয়। এ নিয়ে ক্রেতা মো. জহির দোকান থেকে বের হয়ে ইয়ামিন, ফারুক ও নাসির উদ্দিনদের নিয়ে এসে দোকানি মারধর ও ছুরিকাঘাত করে। ঘটনার এমন একটি ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ফুটেজে দেখা গেছে, ক্রেতা জহিরের নেতৃত্বে তিনজন ডিমের দোকানে ঢুকে ডিম বিক্রেতা জুনায়েদকে ইয়ামিন নামের একজন লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং বাকিরা তাকে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে ইয়ামিন একটি ধারালো চাকু দিয়ে ডিম বিক্রেতা জুনায়েদকে আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত জুনায়েদকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। ভোলা সদর মডেল থানার ওসি হাছনাইন পারভেজ বলেন, রাতেই ভোলা সদর মডেল থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় মো. ইয়ামিন, মো. ফারুক ও মো. নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মূল হোতা জহিরসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

