![]() তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
৯ July ২০২৫ Wednesday ৬:২২:৩৩ PM
তালতলী ((বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনা জেলার তালতলীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলা শহরের লঞ্চঘাট এলাকায় লেফটেন্যান্ট আশিকুর ইসলাম ইমনের নেতৃত্বে একটি মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদকসহ মো. পারভেজ (৪০) ও মো. রাজিব নামের দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পারভেজ বরগুনা সদর উপজেলার পরীরখাল এলাকার আব্দুল লতিফ মুসাল্লীর ছেলে এবং রাজিব একই এলাকার বারেকের ছেলে। অভিযানকালে মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে আটককৃতদের তালতলী থানায় হস্তান্তর করা হয়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

