![]() মোবাইল ফোনে এই ৩টি অ্যাপ থাকলে আপনি বিপদে! এখনই ডিলিট করুন
৫ August ২০২৫ Tuesday ৩:১৬:০০ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() আপনার স্মার্টফোনে এমন কিছু অ্যাপ থাকতে পারে যেগুলো গোপনে আপনার তথ্য চুরি করছে বা ব্যাটারি ও ডেটা খরচ করে দিচ্ছে অপ্রয়োজনীয়ভাবে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সম্প্রতি সতর্ক করেছেন—বিশ্বজুড়ে বহু স্মার্টফোন ব্যবহারকারীর অজান্তেই তাদের ফোনে থাকা কিছু সাধারণ অ্যাপই বড় বিপদের কারণ হয়ে উঠছে। নিচে এমন ৩টি বিপজ্জনক অ্যাপের তালিকা দেওয়া হলো, যেগুলো এখনই ডিলিট না করলে আপনার ব্যক্তিগত তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। ১. ফ্রি ভিপিএন অ্যাপ (অপরিচিত ডেভেলপার) অনেক ফ্রি ভিপিএন অ্যাপ দাবি করে আপনার পরিচয় গোপন রাখবে, অথচ বাস্তবে এগুলোই আপনার ব্রাউজিং হিস্ট্রি, লোকেশন ও ব্যক্তিগত তথ্য গোপনে সংগ্রহ করে। এসব অ্যাপ অনেক সময় ম্যালওয়্যার বা স্পাইওয়্যার যুক্ত হয়ে আসে। ২. ব্যাটারি সেভার বা ক্লিনার অ্যাপ এই ধরনের অ্যাপ দাবি করে ফোন দ্রুত চালাবে ও ব্যাটারি বাঁচাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন চালিয়ে দেয়, যা আপনার ফোন ধীর করে দেয় ও ডেটা খরচ বাড়িয়ে দেয়। ৩. টর্চ অ্যাপ বর্তমানে স্মার্টফোনে বিল্ট-ইন ফ্ল্যাশলাইট ফিচার থাকলেও অনেকেই এখনও আলাদা টর্চ অ্যাপ ব্যবহার করেন। এই অ্যাপগুলো প্রায়শই অতিরিক্ত পারমিশন চায়, যেমন কন্ট্যাক্ট, লোকেশন বা স্টোরেজ অ্যাক্সেস—যা তথ্য চুরির জন্য বিপজ্জনক। বিশেষজ্ঞদের পরামর্শ: সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||