" />
AmaderBarisal.com Logo

মির্জাগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপি’র ৩ নেতা গ্রেফতার 


আমাদেরবরিশাল.কম

৬ August ২০২৫ Wednesday ৩:৩১:২৬ PM

দৈনিক নয়া শতাব্দি ও দ্যা ডেইলী পোস্ট সংবাদপত্রের মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের বর্তমান কমিটির প্রচার সম্পাদক মোঃ সিয়াম রহমান হিমেল (২৫) এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।এ ব্যাপারে সিয়াম রহমান হিমেল বাদী হয়ে থানায় মোট ০৭ জনকে এজাহারনামীয় এবং ৭-৮ জনকে অজ্ঞাত বিবাদী করে এজাহার দায়ের করলে, মির্জাগঞ্জ থানার পেনাল কোডে রুজু করা হয়।

আসামিরা হলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য বদোরুদ্দৌজা জনি মুন্সি, মির্জাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাসান সৌরভ মুন্সি ও তাঁর ভাই জাহিদ হাসান পরাগ মুন্সি।

বাদী সিয়াম রহমান হিমেল মির্জাগঞ্জ প্রেসক্লাবের (১৯৮৭) প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আনিসুর রহমান এর পুত্র।অন্যদিকে আসামিরা মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদের ভাতিজা।

এর আগেও গত মার্চ মাসে বিভিন্ন হাট, বাজারের ইজাদার,বিভিন্ন দোকানপাট থেকে চাঁদা তােলা,দলীয় নেতাদের সাথে অসৌজন্য মূলক আচরণ এবং নীতি, আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযােগে কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত কারণ দর্শানোর চিঠি প্রদান করে সৌরভ মুন্সিকে সতর্ক করা হয়েছিল।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা অনুমানিক ০৬.৩০ টার সময় বাদী মোঃ সিয়াম রহমান হিমেল (২৫)’কে পূর্ব বিরোধের জের ধরে কতিপয় ব্যক্তি মারধর করে। হিমেলকে রক্ষা করতে কয়েকজন এগিয়ে গেলে বিবাদীরা তাদেরকেও মারধর করে মোট ০৫ জনকে গুরুতর ও সাধারণ বিভিন্ন মাত্রার জখম করে। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিছু সন্ত্রাসী হাসপাতালে ভর্তি রোগীদের পুনরায় হামলা করার জন্য দেশীয় অস্ত্র নিয়ে একত্রিত হয়। গোপন সূত্রে জানার পর মির্জাগঞ্জ থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি বিশেষ টিম সর্বত্র অভিযান পরিচালনা অব্যাহত রাখেন।

সেনাবাহিনী,পুলিশ এবং এজাহার সূত্রে জানা যায়, বর্ণিত ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় ১নং বিবাদী মোঃ জাহিদ হাসান পরাগ মুন্সি (৪০), কে ঘটনাস্থলে দেশীয় অস্ত্র সহ হাতেনাতে আটক করা হয়। সৌরভ মুন্সি (৩৫) এবং ০৩ নং বিবাদী মোঃ জনি মুন্সি (৩৬) কে অভিযান পরিচালনা করে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ঘটনায় জড়িত অপর আসামীদেরকেও গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা অব্যাহত আছে।

মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জুয়েল ৩ জনকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে জানান, জড়িত অপর আসামীদেরকেও গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা অব্যাহত আছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।