" />
AmaderBarisal.com Logo

টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

১৪ August ২০২৫ Thursday ২:১৬:৩৮ PM

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ ফের গ্রেপ্তার করেছে। রাজধানীর ভাটারা থানা পুলিশ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান।

ওসি জানান, বিজ্ঞ আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে কনটেন্ট ক্রিয়েটর লায়লা বলেন, “মামুন গ্রেপ্তার হয়েছে এটা সত্যি। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা আমি নিশ্চিত নই। ওর বিরুদ্ধে অনেকগুলো মামলা চলমান।”

এর আগে গত বছরের জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা ধর্ষণ মামলায় প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মামলাটি করেন লায়লা আখতার ফারহাদ। তবে পরবর্তীতে ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করে দেয়।

এ ছাড়া প্রিন্স মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগও তোলা হয়েছিল। কিন্তু গত ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম মামলাটি খারিজের আদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া জানান, সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি হওয়ায় ওই মামলার অভিযোগের ধারা কার্যকর নেই।

প্রিন্স মামুনের জনপ্রিয়তা আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে টিকটক ও লাইকি অ্যাপে নিজের তৈরি মিউজিক ভিডিও প্রকাশ করে। সেখান থেকেই তিনি পরিচিতি পান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।