" />
AmaderBarisal.com Logo

ভাইয়ের জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন বড় বোন


আমাদেরবরিশাল.কম

২১ August ২০২৫ Thursday ৪:৩৯:৩৯ PM

মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরে অসুস্থ ছোট ভাইকে বাঁচাতে নিজের কিডনি দান করেছেন বড় বোন হাসিনা বেগম (৪৫)। মঙ্গলবার দিবাগত রাত ১টায় হাসিনার দেওয়া কিডনি ছোট ভাই হাসান বিশ্বাসের (৩৮) দেহে সফলভাবে প্রতিস্থাপন করেন ঢাকার শ্যামলীর সিকেডি এন্ড ইউরোলজী হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম। বর্তমানে ভাই ও বোন দুজনেই সুস্থ রয়েছেন। জীবন সংকটাপন্ন ভাইয়ের প্রতি বোনের এমন মমতা এলাকায় মানুষের প্রশংসা পাচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য ও দুই সন্তানের জননী নারী হাসিনা বেগম বলেন, নিজের ছোট ভাই হাসান কিডনি অকেজো হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ভাইয়ের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দিতে পেরে ভালো লাগছে। ভাইয়ের অবস্থা এখন শঙ্কামুক্ত। আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন।

হাসিনা বেগম এর স্বামী মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন বলেন, গত সাত মাস আগে তার শ্যালক হাসান বিশ্বাসের কিডনির সমস্যা ধরা পড়ে। চিকিৎসক জানান তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। দ্রুত প্রতিস্থাপন করা প্রয়োজন। ভাইকে বাঁচাতে আমার স্ত্রী হাসিনা একটি কিডনি দিতে রাজি হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।