" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে কলেজছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, আটক ১


আমাদেরবরিশাল.কম

২৮ August ২০২৫ Thursday ১২:২৪:১৩ AM

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে এক কলেজছাত্রী (১৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী জানান, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে পালিত মায়ের বাড়িতে ফেরার জন্য তিনি রাস্তার পাশে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এসময় একটি ইজিবাইকে থাকা চারজন অজ্ঞাত যুবক তাকে জোর করে তুলে নিয়ে উপজেলার বাদুরা গ্রামের একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে পালাক্রমে ধর্ষণের শিকার হন তিনি। অভিযোগ রয়েছে, এরপর আশ্রয়ের প্রলোভন দেখিয়ে ইজিবাইক চালকও তাকে ধর্ষণ করে।

পরদিন বুধবার (২৭ আগস্ট) দুপুরে এক ব্যক্তি ভুক্তভোগীকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।

শিক্ষার্থী আরও জানান, ছোটবেলা থেকেই শংকরপাশা গ্রামে পালিতা মায়ের সঙ্গে থাকতেন তিনি। তার পিতা-মাতা দুজনেই মারা গেছেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে শংকরপাশায় ফিরেছিলেন।

পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মেয়েটি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।