" />
AmaderBarisal.com Logo

রাজাপুরে খালে গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ


আমাদেরবরিশাল.কম

২৯ August ২০২৫ Friday ৭:০৮:৩৯ PM

রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:


ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী ঝালোবাড়ি মাদ্রাসা এলাকার খালে গোসল করতে নেমে শামীম হোসেন (১৯) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ শামীম ওই এলাকার গাছ ব্যবসায়ী মানিকের ছেলে। তিনি বড়ইয়া ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার দুপুরেও শামীম খালে গোসল করতে নামেন। এ সময় মাছ ধরার চুঙ্গা তুলতে গিয়ে হঠাৎ খালের গভীর পানির স্রোতে তলিয়ে যান তিনি। পরে স্বজন ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও অভিযান চালায়, তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্বজনরা জানান, শামীম সাতার জানতেন। তবে তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ফলে পানিতে নেমেই অসুস্থ হয়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায় এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।