" />
AmaderBarisal.com Logo

নেছারাবাদে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত


আমাদেরবরিশাল.কম

২ September ২০২৫ Tuesday ২:৪৮:৩৮ PM

নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম তীরে সুটিয়াকাঠি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে একটি বসতঘর অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

ঘটনার সময় ঘরে কেউ উপস্থিত ছিলেন না। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বজ্রপাতের পর কিছুক্ষণেই আগুনের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত বসতঘরটি মোঃ আজিজের। দীর্ঘদিন অসুস্থ তিনি বর্তমানে বরিশালের শেবাচিম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। পরিবার ও গ্রামের লোকজন বাড়িতে না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

মোঃ আজিজের বড় ভাই মোঃ মাহবুব জানান, “সন্ধ্যায় বজ্রপাতের পর হঠাৎ করে ঘরে আগুন ধরে যায়। লোকবল ও পানি স্বল্পতার কারণে আগুন নেভানো যায়নি। বাড়ি অনেক ভিতরে হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িও পৌঁছাতে পারেনি।”

স্থানীয়রা চেষ্টা সত্ত্বেও মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘর ছড়িয়ে দেয়। বসতঘরসহ আসবাবপত্র ও অন্যান্য সম্পদ পুরোপুরি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা অনুমান করা হচ্ছে।

বড় ভাই মোঃ মাহবুব জানান, পরিবারটি বর্তমানে দুই দিক থেকে বিপর্যস্ত—একদিকে ছোট ভাইয়ের জীবন সংকটাপন্ন অবস্থা, অন্যদিকে বসতঘর ও সম্পদ হারানোর বেদনা। তিনি নেছারাবাদ উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত আর্থিক সহায়তার আবেদন করেছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস প্রদান করা হয়েছে। এলাকাবাসী জানান, এত বড় ক্ষতির পরপরই পরিবারের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।