![]() আল্টিমেটাম শেষ: যোগাযোগ করেনি ইউজিসি, ফের মহাসড়ক অবরোধ
৩ September ২০২৫ Wednesday ৮:১২:১৫ PM
ক্যাম্পাস প্রতিনিধি: ![]() বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে দেওয়া ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষ হলেও ইউজিসি থেকে সাড়া না পেয়ে ফের ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার (৩ সেপ্টেম্বর ) বিকাল ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ববির মূল গেট সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক করে বিক্ষোভ করে তারা। এর আগে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা একই দাবিতে মহাসড়ক অবরোধ করে আসলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে কোন যোগাযোগ না করাই শিক্ষার্থীরা ইউজিসিকে আহ্বান জানিয়ে সংবাদ সন্মেলন করেন গত ৩১ আগস্ট । আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, আমরা অপেক্ষায় ছিলাম, কিন্তু ইউজিসির কোন প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ করবেনি। তাই বাধ্য হয়ে রাজপথে মেনেছি। তারা অভিযোগ করে বলেন, আমরা একমাসের ও বেশি সময় ধরে আন্দোলন করছি বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবি নিয়ে কিন্তু দুঃখের বিষয় আমাদের সাথে এখনো পর্যন্ত সরকারের উদ্ধতম কর্মকর্তা কর্মচারী যোগাযোগ করেনি যা আমাদের জন্য বড় বেশি হতাশার। আন্দোলন কত দিন চলবে এমন প্রশ্নের জবাবে আন্দোলনরত শিক্ষার্থী অমিও মন্ডল বলেন,যতদিন না পর্যন্ত আমাদের প্রতিটা দাবির একটা রোড ম্যাপ প্রকাশ না করবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। এমনকি আমরা আমরণ অনাশনে বসতে ও প্রস্তুত। মোশাররফ হোসেন বলেন, ১৪ বছরেও বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ-সংকট কাটেনি। বর্তমানে ছয়টি অনুষদে ২৫টি বিভাগের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য অন্তত ৭৫টি কক্ষ প্রয়োজন। কিন্তু আছে মাত্র ৩৬টি। কক্ষ-সংকটের কারণে অনেক সময় খোলা মাঠে পাঠদান করাতে হচ্ছে। শ্রেণিকক্ষ ও শিক্ষক-সংকটের কারণে অধিকাংশ বিভাগে সেশনজট বাড়ছে। আবাসন, শিক্ষক, পরিবহন ও গ্রন্থাগারে বইয়ের সংকটও প্রকট। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ফিটনেসবিহীন গাড়িতে বিশ্ববিদ্যালয়ে আসছেন শিক্ষার্থীরা। যার প্রেক্ষিতে আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য আন্দোলন করছি। আমরা দেখেছি অন্য বিশ্ববিদ্যালয় গুলোতে হাজার কোটি টাকা বাজেট দেয় কিন্তু ববির জন্য নামে মাত্র বাজেট পাশ করে যা আমাদের জন্য লজ্জার। আমরা চাই অতিদ্রুত বাজেট বৈষম্য দূর করে আমাদের দাবি মেনে নেওয়া হোক।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||