![]() মির্জাগঞ্জে দুই দফা হামলার ঘটনায় আটক ১
৪ September ২০২৫ Thursday ১১:০১:১১ AM
মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামে পেয়ারা গাছ কাটা কে কেন্দ্র করে দুই দফায় হামলা চালিয়ে একই পরিবারের ৩ জনকে মারধরের ঘটনায় একজন হামলাকারীকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ চৌকস টিম অভিযান চালিয়ে আসামি ফোরকান কে আটক করে। উল্লেখ্য, গত সোমবার (১সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩ টায় দেউলী গ্রামে নিজ বাড়িতে পরিকল্পিতভাবে হামলার ঘটনার অন্যতম আসামি ফোরকান । হামলায় আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা আব্দুর রহমান (নয়া মিয়া)’র ছেলে ও বরিশাল আলিফ টেলিকম এর স্বত্বাধিকারী ইসমাইল হোসেন ও তার মা আলেয়া বেগম এবং ভাতিজা জুয়েল হোসেন। বরিশাল পোর্ট রোড এলাকার একাধিক ব্যবসায়ী বলেন, ইসমাইল হোসেন দীর্ঘদিন যাবত বরিশাল পোর্ট রোড এলাকায় সুনামের সাথে ব্যবসা করে আসছে। তিনি অত্যন্ত নম্র ভদ্র একজন মানুষ। তার সম্পত্তি হাতিয়ে নেয়ার চেষ্টা করছে তার সৎ মা ও তার পরিবার। আমরা পোর্ট এলাকার সকল ব্যবসায়ী এর তীব্র নিন্দা জানাই সাথে সাথে অন্যান্য আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আহত ইসমাইল জানান, কয়েকদিন পূর্বে ইসমাইল হোসেনের লাগানো পেয়ারা গাছ জোরপূর্বক কেটে নেয় সৎ মা সাফিয়া বেগম ও পরিবারের অন্যান্য সদস্যরা। এ ব্যাপারে সে প্রতিবাদ করলে ভুক্তভোগী কে অকথ্য ভাষা গালিগালাজ করে। ঘটনা দিন ইসমাইল হোসেন গ্রাম থেকে বরিশালে উদ্দেশ্যে আসার সময় পূর্ব পরিকল্পিতভাবে বাড়ির উঠানে বসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয় ওই সন্ত্রাসীরা। এ সময় তার মা আলেয়া বেগম প্রতিবাদ করলে তাকে বেধড়ক ভাবে পিটিয়ে এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম বলেন, একজন আসামিকে আটক করা হয়েছে এবং অন্যান্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

