![]() বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাউখালীতে বৃক্ষরোপণ
৪ September ২০২৫ Thursday ৪:৪৬:১৬ PM
![]() কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর বরিশাল মহা সড়কের অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী বেকুটিয়া সেতুর সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবীর ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, বিএনপি নেতা বদরুদ্দোজা মিয়া,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী।কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি জনআন্দোলনের নাম। দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দলটি। বর্তমান জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরী। বিএনপি সেই দায়িত্ব থেকেই জনসচেতনতা বাড়াতে এই কর্মসূচি পালন করছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||