![]() আমতলীতে দান বাক্সের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
১০ September ২০২৫ Wednesday ৭:০৮:২৪ PM
আমতলী ((বরগুনা) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর মির্জাগঞ্জে এক দরবার শরিফের দান বাক্সের টাকা অবৈধভাবে উঠিয়ে আত্মসাতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে আমতলী চৌরাস্তা হাজি নান্না বিরানি হাউসের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, ভুয়া রসিদ দিয়ে মির্জাগঞ্জের মরহুম ইয়ার উদ্দিন খলিফা সাহেব (র.) দরবার শরিফের খলিফা দরবারের দান বাক্সের টাকা আত্মসাতের সময় মো. ফোরকান আলম মাঝিকে গ্রেপ্তার করে আমতলী থানা পুলিশ। গ্রেপ্তার মো. ফোরকান আলম পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মৃত মোতাহার উদ্দিন মাঝির ছেলে থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতের মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে মির্জাগঞ্জ ইয়ার উদ্দিন খলিফা দরবার কমিটির সহসভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, আমি টাকা আত্মসাতের বিষয়টি শুনেছি। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, আসামিকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে আমতলী সিনয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||