![]() ডাকসু নির্বাচন বিএনপি’র জন্য সতর্ক সংকেত-বরিশালে সেলিমা রহমান
১০ September ২০২৫ Wednesday ৮:৪২:২৭ PM
নগর প্রতিনিধি: ![]() জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন-পলাতক আওয়ামী সরকারের দোসরদের কারনে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। এই নির্বাচন বিএনপিকে একটি সতর্ক সংকেত দিয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বেগম সেলিমা রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন। জাতীয়তাবাদী মহিলা দল বরিশাল জেলা উত্তর এর আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এর আগে একইদিন সকালে বেগম সেলিমা রহমান মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর বাজারে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন-নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, দুই একটি রাজনৈতিক দল তারা ভোটের মাধ্যমে আসতে চাচ্ছেনা। তারা বলছে পিআর পদ্ধতি, কিসের পিআর পদ্ধতি, আমি মানুষ দেখছি, ভোট দিবো। এর বাহিরে কোন ভোট হতে পারেনা। তিনি আরো বলেন, বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রধান লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন। তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে বাটামারা ইউনিয়ন বিএনপি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||