![]() রাজাপুরে বাসচাপায় প্রাণ গেল শ্রমিকের
১১ September ২০২৫ Thursday ১১:৩০:০২ PM
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় মোজাহার শেখ (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড় কৈর্বত্যখালি এলাকায় রাজাপুর-ভাণ্ডারিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাহার শেখ পিরোজপুর জেলার নাজিরপুর এলাকার মৃত তাহের শেখের ছেলে। তিনি কৃষি জমিতে শ্রমিক হিসেবে কাজ করার জন্য রাজাপুরে আসেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস মোজাহারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

