![]() নাজিরপুরে ৩ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, ভোগান্তিতে ১৫টি গ্রামের মানুষ
১৫ September ২০২৫ Monday ২:৫১:৪৪ PM
নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী বাজার সংলগ্ন খালে নির্মাণাধীন সেতুটির কাজ ৩ বছর ধরে ফেলে রাখায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দেউলবাড়ী দোবড়া ও মালিখালি ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের কয়েক হাজার মানুষকে। ২০২১ সালে ইউএইচবিপি প্রকল্পের আওতায় এ ব্রিজের কার্যাদেশ দেওয়া হয় মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রা. লিমিটেডকে। জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী বাজার সংলগ্ন দেউলবাড়ী দোবড়া ও মালিখালি ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের মানুষের। ২০২১ সালে ইউএইচবিপি প্রকল্পের আওতায় গাওখালী বাজার সংলগ্ন খালের পুরনো লোহার সেতুটি ভেঙে নতুন ৩৯ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজ শুরু হয়। এক বছরের মধ্যে কাজ শেষ করার কার্যাদেশ দেওয়া হয় মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রা. লিমিটেডকে।
এ বিষয়ে পিরোজপুর এলজিইডি অফিসে সদ্য যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজিজুর রহমান জানান, সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি দ্রুততম সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে।
২০২১ সালে ইউএইচবিপি প্রকল্পের আওতায় ৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ৩৯ মিটার দীর্ঘ এ সেতুটির নির্মাণ কার্যাদেশ দেওয়া হয় মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রা. লিমিটেডকে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||