" />
AmaderBarisal.com Logo

উজিরপুরের সড়ক দুর্ঘটনায় নববধূ নিহত


আমাদেরবরিশাল.কম

১৫ September ২০২৫ Monday ১১:৪৬:১২ PM

নাজমুল হক মুন্না, বরিশাল ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটারা ইউনিয়নের বাগরারপাড় নামক স্থানে মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে এক নববধূ নিহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ১৫ সেপ্টেম্বর রাত ৯.৩০ মিনিটের সময় নববধূ ও তার স্বামী মোটরসাইকেল যোগে সাতলা থেকে উজিরপুর ফেরার পথে বাগরার পাড় নামক স্থানে ইজিবাইকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল থেকে গৃহবধূ মোসাম্মৎ খাদিজা বেগম (১৯) ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এই নববধূকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানা পুলিশ, নববধূর শ্বশুর বাড়ির সূত্রে জানা যায়; নিহত খাদিজা বেগম উজিরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের দক্ষিণ মাদারাসি গ্রামের মেহেদী হাসানের স্ত্রী মেহেদীর পরিবার আরো জানান তিনি তার স্বামীর সঙ্গে মোটরসাইকেল যোগে সাতলা এলাকা হতে উজিরপুর আসার সময় ওটরা ইউনিয়নের বাগড়ারপাড় এলাকায় অনুমান রাত ৯.০০ সমায় পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক কে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে ভিকটিম ছিটকে ইজিবাইকের উপর পড়ে গুরুতর জখম হন। মটরসাইকেল চালকের স্ত্রী খাদিজা বেগম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খাদিজা বেগম গত ১ মাস পূর্বে কোর্ট কাবিনের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্থানীয় ভাবে বসবাস করতে শুরু করেছিলেন। স্ত্রীকে নিয়ে সাতলার শাপলা বিলে ঘুরতে গিয়েছিলেন এই নব দম্পতি। স্বামী মোটরসাইকেল চালক সামান্য আহত হয়েছেন।

নিহত খাদিজা বেগমের পিতার বাড়ী মাগুরা জেলায় বলে জানা যায়। ঘটনাস্থলে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে ।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।