![]() বাবুগঞ্জে দুর্ধর্ষ চুরি:আলমারি ভেঙ্গে ১২ ভরি স্বর্ণালস্কার লুট
১৬ September ২০২৫ Tuesday ১০:৪১:১৪ PM
![]() বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারের নুর কমপ্লেক্স ভবনের চার তলায় দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে। দিন দুপুরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১৫ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে ব্যাংক কর্মকর্তা তরুন চন্দ্র মন্ডল ও পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের সহকারী অধ্যাপক ডা. দ্বিপা রানী পাল দম্পতির বাসায় দিন-দুপরে চুরির ঘটনা ঘটে। এঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এয়ারপোর্ট থানা পুলিশ ও বরিশাল গোয়েন্দা বিভাগের সিআইডি টিম। জানাযায়, দেড় ঘন্টা বাসা ফাঁকা পেয়ে চোর চক্র দরজার লক ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে থাকা আলমিরা ভেঙ্গে ১২ ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপা নিয়ে গেছে চোর চক্র। ভুক্তভোগী সহকারী অধ্যাপক ডা. দ্বিপা রানী পাল বলেন, যারা চুরির সাথে জড়িত তারা নিশ্চয়ই আমাদের সম্পর্কে আগে থেকেই ধারনা রেখেছে। আমাদের বাসায় ঘটনার দিন দেড় ঘন্টা কেউ ছিলো না। এর আগে প্রতিদিন কেউ না কেউ বাসায় ছিলো। তারা সুযোগ পেয়ে বাসার স্বর্ণালংকার নিয়ে গেছে। তাদের টার্গেট ছিলো স্বর্ণালংকার। বাসায় দুইটা ল্যাপটপ অন্যান্য প্রয়োজনীয় জিনিস পত্র ছিলো যা স্পর্শ করে নি চোর চক্র। আমার নিজের, মায়ের ও বোনের স্বর্ণালংকার, রুপার জিনিসপত্র আলমিরার ড্রয়ারে রাখা ছিলো। সব শেষ হয়ে গেলো। আমি আশা করি পুলিশ তদন্ত করলে চুরির রহস্য উদঘাটন হবে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিআইডি থেকে স্পেশাল টিম আমন্ত্রণ করেছি। তারা ক্রাইমসিন থেকে কিছু আলামত সংগ্রহ করেছে। আমরা ওই এলাকা থেকে কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এনালাইসিস করছি। আমরা চেষ্টা করেছি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||