" />
AmaderBarisal.com Logo

রাজাপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে অপহরন ও ধ*র্ষ*ণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার


আমাদেরবরিশাল.কম

১৮ September ২০২৫ Thursday ৭:৩৬:৪৫ PM

রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:

Screenshot


ঝালকাঠির রাজাপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) অপহরন ও ধ র্ষণের চেষ্টার অভিযোগে ওই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে সুলতান আকন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে এ ঘটনায় থানায় মামলা করেছে তার পরিবার।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ৪নং গালুয়া ইউনিয়নের গালুয়ার উত্তর দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বুধবার রাতে রাজাপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, প্রতিবেশী মো. সুলতান আকন (৪০) কিশোরীকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে পাশ্ববর্তী জাহাঙ্গীর খাঁর সুপারি ও নারিকেল বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধ র্ষণ চেষ্টা চালালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসেন। এসময় অভিযুক্ত পালিয়ে যায়।

পরে পুলিশের অভিযানে বুধবার রাতে সুলতান আকনকে গ্রেফতার করা হয়।

রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আব্দুল মালেক জানান, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।