![]() মঠবাড়িয়ায় ৩ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
১৯ September ২০২৫ Friday ১:০৪:৫৩ AM
![]() গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে হামলা, গুলিবর্ষণ, গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মঠবাড়িয়া থানায় বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ৩ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান বায়জিদ আহম্মেদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ১০২ জন নামীয় এবং অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে। উপজেলার গুলিসাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কবুতরখালী গ্রামের হারুন অর রশিদ হাওলাদার বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

